মানিকগঞ্জ ও সিংগাইরে অভিযান চালিয়ে ৪ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযানে ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (২৪ এপ্রিল) ঝটিকা অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটিয়া গ্রামের কাজী ফরিদুর রহমানের ছেলে মো. কাজী মাহফুজুর রহমান (৩৫), পুটাইল গ্রামের কফিল উদ্দিনের ছেলে রেজাউল করিম (৩৮), বেউথা গ্রামের মুকুল হাসানের ছেলে রাকিবুল হাসান (৩০) এবং সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে করম আলী (৪১)।

গ্রেফতারের সময় এদের কাছ থেকে ৭২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শিরোনাম