মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ ও সিংগাইরে অভিযানে ডিবির হাতে ৫ মাদক কারবারি পাকড়াও হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
জানা গেছে, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই মোঃ বিল্লাল হোসেন ভূইয়া এর নেতৃত্বে ২৭ জুলাই মানিকগঞ্জ সদর থানাধীন উত্তর সেওতা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আজিজুল হক ওরফে আশিক (২৮), মনির হোসেন নবু (৩১), মোঃ জুয়েল মিয়া (২৯) দেরকে ৫ গ্রাম হেরোইনসহ আটক করেন।
অপর দিকে একই দিনে অপর একটি অভিযানিক দল এসআই মোঃ ফরহাদুজ্জামান ভূইয়া এর নেতৃত্বে সিংগাইর থানাধীন ডাউটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মনির হোসেন (৩৫) ও মোঃ খোকন মোল্লা ওরফে খোকন (৩২) দ্বয়কে ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।