মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
খালেদা জিয়ার নাতিন ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য প্রদান করে ভিডিও প্রচার করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের বিরুদ্ধে এবার বিজ্ঞ মানিকগঞ্জ আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে সেই সাথে আসামী করা হয়েছে উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদকে।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দাখিল করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান। অভিযোগটির শুনানি হলেও এখন পর্যন্ত আমলে নেয়নি বিজ্ঞ আদালত।