মানিকগঞ্জে ৬ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায়, মানিকগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ আঃ রউফ সরকার এর সার্বিক তত্ত্বাবধায়নে এএসআই রফিকুল ইসলাম ওয়ারেন্ট ভুক্ত আসামি ১.তাপস সাহা, পিতাঃ পরাণ কৃষ্ণ সাহা, থানা ও জেলা মানিকগঞ্জ কে গ্রেফতার করে। অপরদিকে এএস আই শরিফুল ইসলাম ওয়ারেন্ট ভুক্ত আসামি ২.সেলিম, পিতাঃ ধুনাই মিয়া, গ্রামঃ পুরান বাইচাইল থানা ও জেলা মানিকগঞ্জকে এবং এএসআই আলী আকবর খন্দকার জি আর ওয়ারেন্ট ভোক্ত আসামী ৩.সাজ্জাদ, পিতাঃ নান্নু মিয়া, গ্রামঃ বাইচাইল থানা ও জেলা মানিকগঞ্জ ও এসআই শাহজামাল ওয়ারেন্ট ভুক্ত আসামী ৪.মোঃ সোহান, পিতাঃ জাহাঙ্গীর মিয়া, গ্রামঃ মকিমপুর, থানা ও জেলা মানিকগঞ্জকে গ্রেফতার করে।

এদিকে, এ এস আই নুর আলম ওয়ারেন্টভুক্ত আসামি ৫.মোঃ জহিরুল ইসলাম বাবু, পিতাঃ মজর উদ্দিন, গ্রামঃ বাগজান, থানা ও জেলা মানিকগঞ্জ এবং এএসআই আলী আকবর খন্দকার জি আর সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি ৬. মোঃ রকিব হোসেন, পিতাঃ জনাব আলী, গ্রামঃ জাগির মেঘ শিমুল থানা ও জেলা মানিকগঞ্ দের সঙ্গীয় ফোর্স সহকার গ্রেফতার করে ৫ জুলাই বিজ্ঞ আদালত মানিকগঞ্জ প্রেরণ করে।

শিরোনাম