মানিকগঞ্জে ৪ সন্তান জন্ম দেয়া সেই রোমানা সুস্থ্য আছেন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম দেয়া সেই রোমানা ইসলাম (২২) সুস্থ্য আছেন। সেই সাথে তার ৪ সন্তানও সুস্থ্য আছেন। তারা শঙ্কামুক্ত । সম্প্রতি মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রোমানার চার সন্তানের জন্ম হয়। একসঙ্গে চার সন্তানের জন্ম দেয়া নিয়ে এলাকায় এখনো তোলপাড় চলছে।

জানা যায়, ২০২১ সালের ১৫ মে শিবালয় উপজেলার ধানধারা গ্রামের শেখ মো. নয়নের সঙ্গে হাপানিয়া গ্রামের রোমানা ইসলামের বিয়ে হয়। সম্প্রতি তার প্রস্রব বেদনা উঠলে রোমানাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। তারপর ঐ হাসপাতালে জন্ম নেয় ৪ সন্তান। এদের মধ্যে ২টি পুত্র সন্তান আর ২টি কন্যা সন্তান।ছবি-প্রতিকী

শিরোনাম