মানিকগঞ্জে ৪ লাখ টাকার হেরোইনসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জে প্রায় চার লাখ টাকার হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে সদর উপজেলার ছোট ঘিওর ও পাছবারইল গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের ওসি মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানার ছোট ঘিওর এলাকা থেকে ওই গ্রামের শেখ কাজিমুদ্দিন বেপারীর ছেলে শাহিন বেপারী, ইদ্রিস আলীর ছেলে হামিদুর রহমান, সালামের ছেলে বিপ্লবকে ১৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

অপর এক অভিযানে পাছবারইল গ্রাম থেকে দেলোয়ার হোসেনের ছেলে লিটন মিয়া, আকমত আলীর ছেলে মোশারফ মিয়াকে ২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

শিরোনাম