মানিকগঞ্জে ৪৩ লাখ টাকার সূতাসহ ৪ ডাকাত গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জে ৪৩ লাখ টাকার সূতাসহ ৪ ডাকাতকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে । ৪৮ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে সিসিটিভির ভিডিও ফুটেজ কাজে দিয়েছে বলে পুলিশ বলছে।

জানা গেছে, ডাকাতির ঘটনায় রাইজিং নিট টেক্সটাইলস লি:কোম্পানির ডিজিএম অ্যাডমিন মো: মোশারফ হোসেন বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা করেন। উক্ত ঘটানায় ঢাকা-আরিচা মহাসড়কের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে উদ্ধার করা হয় মানিকগঞ্জের নয়াডিঙ্গী এলাকার একটি নিট টেক্সটাইলস মিলের বিদেশ থেকে আমদানি করা ৪৩ লাখ টাকা মূল্যবান সুতা লুটের মালামাল। তাও আবার ডাকাতির হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মঙ্গলবার সকাল ৮টার দিকে ডাকাত দলের মুল হোতা লিটনসহ চারজনকে গ্রেফতার করে। এদের সবাইকে বুধবার আদালতে সোপর্দ করা হয়। মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায়, সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলমের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (নি:) মো: হাবিবুর রহমান সহসঙ্গীয় ফোর্স ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ডাকাতের মুল হোতে লিটন শেখ (৩৬), সহযোগী আব্দুল করিম (৩৮), মো. রেজাউল (৩২) ও গাড়ির চালক ওবায়দুলকে (৪২) গ্রেফতার করে।

উল্লেখ্য,সম্প্রতি উপজেলার নয়াডিঙ্গী ‘রাইজিং নিট টেক্সটাইল্স লি:-এ সম্প্রতি ১২-১৩ জন সশস্ত্র ডাকাত ঢুঁকে সবাইকে জিম্মি করে বিদেশ থেকে আমদানি করা ৪৩ লক্ষ টাকার সূতা লুট করে। পরে ভিডিও ফুটেজের সূত্র ধরে আশুলিয়ার জামগর এলাকা থেকে ডাকাতদের গ্রেফতার ও সূতা উদ্ধার করা হয়।

 

শিরোনাম