মানিকগঞ্জে ৩ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ থানা কর্তৃক সিআর সাজা এবং জিআর ওয়ারেন্ট ভুক্ত ৩ জন আসামী গ্রেফতার করেছে আইনশৃঙ্খথলা বাহিনী।

জানা গেছে,মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধায়নে মানিকগঞ্জ থানার অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করিয়া সিআর সাজা ওয়ারেন্ট ভুক্ত আসামী ১. মোঃ কামরুল ইসলাম মিলন, পিতা-মোঃ আলী হোসেন, সাং-কেষ্টি, পোস্ট-আটিগ্রাম, থানা ও জেলা মানিকগঞ্জ এবং জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী ২. স্বপন ৥ রিপন (২৪), পিতা-এমদাদুল হক ৥ জামাই, সাং-বেউথা, থানা ও জেলা মানিকগঞ্জ ৩. মোঃ মফিজুল ইসলাম খোকন, পিতা-আঃ সালাম বেপারী, সাং-ছোট ঘিওর, থানা ও জেলা মানিকগঞ্জদেরকে গ্রেফতার পূর্বক ১৬ অক্টোবর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শিরোনাম