মানিকগঞ্জে ২ মাদককারবারি ও ১ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ থানা কর্তৃক ৫ গ্রাম হেরোইন এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন আসামী ও ওয়ারেন্ট ভুক্ত ১ জন আসামী গ্রেফতার।

মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধায়নে মানিকগঞ্জ থানার অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করিয়া আসামী ১. মোঃ ইমরান (৩২), পিতা-মোঃ মজিবর দর্জি, মাতা-নুরজাহান বেগম, স্থায়ী: গ্রাম-রসুলপুর (আলীপুর), থানা ও জেলা-রাজবাড়ী, এ/পি: গ্রাম- মানিকগঞ্জ বাস টার্মিনাল, থানা ও জেলা-মানিকগঞ্জকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন, ২। মোঃ কাজল মিয়া (৫১), পিতা-রাজা মাস্টার, সাং- উত্তর সেওতা, থানা ও জেলা-মানিকগঞ্জকে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন, সহ গ্রেফতার, এবং ওয়ারেন্ট ‍ভূক্ত আসামী ১. মোঃ শাহাদত হোসেন পাপ্পু(২৬), পিতা-মোঃ আঃ হালিম, মাতা-মোসাঃ শাহনাজ, গ্রাম- উচুটিয়া, থানা ও জেলা মানিকগঞ্জকে গ্রেফতার পূর্বক ১৭ অক্টোবর তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শিরোনাম