মানিকগঞ্জে ১৮টি স্বেচ্ছাসেবী সংস্থাকে সম্মাননা প্রদান করা হলো

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার সমাজসেবা পরিবারের সদস্যদের অংশগ্রহণে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধামরাইয়ের আলাদিন’স পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।

এতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, সহকারী পরিচালক মো. এহিয়াতুজ্জামান, শিবালয় উপজেলা সমাজসেবা অফিসার পলাশ হোসাইন, রেজিস্ট্রেশন অফিসার মুহাম্মদ মোস্তফা হাবিবের স্ত্রী রীনা আক্তার, মাতৃৃভূমি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল হাই, মাউস’র নির্বাহী পরিচালক শেখ মুহাম্মদ জাবেদ আলি এবং মানিকগঞ্জের সমাজসেবা ইউনিটের কর্মকর্তা-কর্মচারীগণ। উক্ত অনুষ্ঠানে ১৮টি স্বেচ্ছাসেবী সংস্থাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

শিরোনাম