মানিকগঞ্জে ১২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে ১২ লাখ টাকা মূল্যের ১২০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৫ জুলাই) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেফতাররা হলো- সদর উপজেলার মানরা এলাকার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী ওরফে কালু (৪৪) এবং মৃত হাসেমের ছেলে মো. সালাম (৪২)।

শিরোনাম