মানিকগঞ্জে ১১ লক্ষ টাকার হেরোইনসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃঃ
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ১১২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। যার মূল্য অনুমানিক ১১,২০,০০০ টাকা উদ্ধারসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল ৯ এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদ মিয়া এর নেতৃত্বে সাটুরিয়া থানাধীন নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ আওলাদ হোসেন (৪২), ২। মোঃ আঃ রাজ্জাক (২৫), ৩। ওয়াদুদুর রহমান (৪৫)দেরকে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে।

একই তারিখে অপর একটি আভিযানিক দল এসআই মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে সাটুরিয়া থানাধীন নয়াডিঙ্গী সাকিনস্থ নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়া হতে নবীনগরগামী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পার্শ্বের জনৈক দীন ইসলামের চাষের জমির সামনের অভিযান পরিচালনা করে ১। মোঃ লাভু (৩৪), ২। মোঃ মোয়াজ্জেম হোসেন (২৯), ৩। মোঃ আরিফুল ইসলাম (৩০)দেরকে ৭ গ্রাম হেরোইনসহ আটক করেন।

অপর আরেকটি আভিযানিক দল এসআই মোঃ কায়সার হামিদ এর নেতৃত্বে মানিকগঞ্জ সদর থানাধীন গোলড়া চরখন্ড এলাকার ব্রিটিশ আমেরিকান টোবাকো (BAT) বাংলাদেশ কোম্পানীর সামনে অভিযান পরিচালনা করে ১। মোঃ লুৎফর রহমান (৫২), ২। মোঃ শামীম হোসেন (৩১), ৩। মোঃ ফারুক হোসেন (৩৫)দেরকে ৫গ্রাম হেরোইনসহ আটক করেন।

শিরোনাম