মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ থানা কর্তৃক সিআর সাজা পরোয়ানাসহ ১১টি গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী সোহেলকে গ্রেফতার করেছে।
জানা গেছে,মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা পিপিএম(বার) তথ্য প্রযুক্তির সহায়তায় এবং মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রউফ সরকার এর সার্বিক তত্ত্বাবধায়নে এসআই মোঃ টুটুল উদ্দিন, এসআই সোহেল রানা, এএসআই ইমরান হোসেন সিআর সাজা পরোয়ানাসহ ১১টি গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক ছদ্মবেশকৃত বিভিন্ন জায়গায় বসবাসরত আসামী মোঃ সোহেল রানা (৪০), পিতা- মোঃ কোমেদ আলী, সাং- বরুন্ডী, থানা ও জেলা মানিকগঞ্জকে ২১ জুলাই ঢাকা জেলার সাভার থানাধীন সাভার প্রাইম হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করে। শুক্রবার(২২ জুলাই) সোহেলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।