মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে প্রকাশ্যে হ্যালোবাইক চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন পশ্চিম সেওতা এলাকার মৃত আদম আলীর ছেলে মো.ফারুক হোসেন (৪০)।
জানা গেছে, বুধবার সন্ধায় বাসস্ট্যাণ্ড এলাকা থেকে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কোনাবাড়ি এলাকার মৃত শেক রেজুর ছেলে মো. নুর ইসলামের (৫৪) ৩৮৯ নম্বর হ্যালোবাইকটি অভিনব কায়দায় চুরি করে পালানোর সময় পেছন থেকে ধাওয়া করে হাসপাতাল গেট এলাকায় ধরে ফেলে জনতা।
এ সময় চোর চোর বলে উপস্থিত জনতা এলোপাতাড়ি মারপিট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ফারুককে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মামলা হয়েছে।