মানিকগঞ্জে হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে তিন লক্ষ বিশ হাজার টাকা মূল্যের হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর চারটি অভিযানিক দল গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন বড় বারইল, স্বল্প হাতেকোড়া ও সাটুরিয়া থানাধীন শেখরীনগর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নাঈম মিয়া (২৬)কে ৭ গ্রাম হেরোইনসহ, মোঃ শমসের আলী (৩৬)কে ১০ গ্রাম হেরোইনসহ, মোঃ রাশিদুল ইসলাম ওরফে সেন্টু (৩৩)কে১০ গ্রাম হেরোইনসহ এবং শরিফুল ইসলাম ওরফে শরিফ (৩৪)কে ৫ গ্রাম হেরোইনসহ আটক করেন।

এ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় পৃথক ২টি মামলা ও সাটুরিয়া থানায় পৃথক ২টি মামলা হয়েছে।

শিরোনাম