মানিকগঞ্জে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ কর্তৃক ৫৪ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

জানা গেছে, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন বেউথা ব্রীজ সংলগ্ন মাছের আড়তের সামনে অভিযান পরিচালনা করে ১। মোঃ রকি (২২)কে ১০ গ্রাম হেরোইনসহ ২২ এপ্রিল বিকেলে গ্রেফতার করে।

একই তারিখে অপর একটি আভিযানিক দল এসআই আসাদ মিয়া এর নেতৃত্বে মানিকগঞ্জ থানাধীন চামটা খাসড়াকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ২। মোঃ আলতাব হোসেন (৪৪), ৩। মোঃ ফারুক মোল্লা (৩৫), দ্বয়কে ৪৪ (চুয়াল্লিশ) গ্রাম হেরোইনসহ ২২ এপ্রিল বিকেলে গ্রেফতার করে।

শিরোনাম