মানিকগঞ্জ প্রতিনিধিঃ
জেলা পুলিশ, মানকগঞ্জ কর্তৃক ১০ গ্রাম হেরোইনসহ ২মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে,মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল মানিকগঞ্জ সদর থানাধীন বেউথা এলাকার মানিকগঞ্জ হতে হেমায়েতপুরগামী আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে জনৈক মেসার্স লিটন ট্রেডার্স নামক দোকানের সামনে হতে ইজ্জত আলী@ইউসুফ(৪৭) ও মোঃ জিলকত@জাহিদ(৪০)দ্বয়কে গত ১৪ নভেম্বর ৫.৩০ ঘটিকায় ১০গ্রাম হেরোইনসহ আটক করেন।