মানিকগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নব-গঠিত কমিটি ঘোষণার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আর এ বিক্ষোভ মিছিল করেছে সংঘঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা। খুব দ্রুত সময়ের মধ্যে এই কমিটি বাতিল করে যোগ্য নেতাকর্মী নিয়ে নতুন কমিটির দাবি জানান তারা। মঙ্গলবার(২৪ মে) সন্ধ্যা ৭ টার দিকে জেলা শহরের শহীদ স্মৃতিফলকের সামনে থেকে এই মশাল ও বিক্ষোভ মিছিল বের করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটি গঠনের একদিন যেতে না যেতেই সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা নতুন কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশারকে মাদক সম্রাট আখ্যা দিয়ে নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে স্লোগান দেন বিক্ষোভকারীরা। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করে।বিক্ষোভকারীরা অতিসত্ত্বর কমিটি বাতিলের দাবি জানান।

শিরোনাম