মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের উঃ মকিমপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যা.আঃ আজিজের বাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মান্নানের পুত্র মোঃ মাহবুব আলম মুরাদের ইউপি নির্বাচন উপলক্ষে উঠোন বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর বৃহস্পতিবার হয়।
৫ নং ওয়ার্ড সদস্য মুরাদ জনগণের সেবার পরিধি বাড়াতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রগতিশীল চিন্তা ও কল্যাণ নির্ভর ভাবনাকে সঙ্গী করে নৌকা বিজয়ের অদম্য ইচ্ছাশক্তি নিয়ে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে জনগণের নিকট দোয়া ও ভোট চাইছেন। জনগণও তাকে বিপুল ভোটে বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য খালেদ মাসুদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ আইনজীবি সমিতির সাবেক সভাপতি খলিলুর রহমান, আলহাজ্ব আবু ইছাক মোল্লা ও বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন। আরো উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সদর উপজেলা সেচ্ছসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য জবেদ আলী বুলু, পীর বাবুল হোসেনসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা।
বক্তারা বলেন মুরাদের পিতা ছিলেন অত্যান্ত উদার ও মহানুভব ব্যক্তি।ইউনিয়নবাসী জেনেছে তার পিতার জীবনদর্শন ও প্রজ্ঞা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দুর্দিনে পরীক্ষিত নেতা মোঃ মাহবুব আলম মুরাদ বলেন শৃঙ্খলামুক্তির মহানায়ক জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বৈশ্চিক চিন্তাবিদ ও মানবতার জননী দিব্যজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় দিকনির্দেশনা মেনে নৌকা বিজয়ীর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে মাঠে নেমেছি।