মানিকগঞ্জে স্বতঃস্ফূর্ত অবরোধ কর্মসূচী পালন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে অবরোধ কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল সকালে মানিকগঞ্জ-সাটুরিয়া-টাঙ্গাইল সড়কের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া এলাকায় সড়কে কাঠের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন তারা।এ সময় নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন শ্লোগান দেয়।

এদিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর সড়কে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল করেছে হরিরামপুরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ কর্মসূচী পালন করে। নেতারা জানান,সরকারের পদত্যাগ ছাড়া নেতারা রাজপথ ছাড়ছেন না।

শিরোনাম