মানিকগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যা করলো পাষন্ড স্বামী,আহত মা

সংবাদ জমিন অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধারা গ্রামে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে পাষান্ড স্বামী রুপক। এ সময় জবাইয়ের কবলে পড়ে আহতের শিকার হয়েছে মা।

বৃহস্পতিবার (২১জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। স্ত্রী নিহত হলেও মা এখনো জীবিত আছেন। ছেলে রূপক আহমেদ মানিকগঞ্জ জজকোর্টে মুহুরির কাজ করেন। নিহত স্ত্রীর নাম সুমি আক্তার। তাদের ২মাস আগে বিয়ে হয়েছে।

পুলিশ জানায়, ঘাতক রুপক তার মা রৌশনারা ও স্ত্রী সুমি আক্তারকে জবাই করার পর ঘরের ভিতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়। স্থানীয়রা মাকে উদ্ধার করে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। মায়ের অবস্থা খুব খারাপ হওয়ায় সদর হাসপাতাল থেকে তাকে ঢাকার উদ্দেশ্যে নেয়া হচ্ছে।

শিরোনাম