মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে স্কুল থেকে ডেকে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিয়াম নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শুক্রবার (২২ জুলাই) সকালে ধর্ষক সিয়ামকে প্রধান আসামী ও তার চার বন্ধুকে সহযোগী আসামী করে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন আসামিরা হলেন, সিয়াম হোসেন, আকাশ হোসেন, মোঃ রাজু, রিয়াদ ও ইয়াসিন হোসেন। সকল আসামীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।
জানা যায়, গত ১৬ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সিয়াম হোসেন ওই স্কুলছাত্রীর পথরোধ করলে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে সেখানে সিয়ামের বন্ধু আকাশ এসে সিয়ামকে গালাগালি করে এবং কৌশলে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়। পরে সিয়াম তার তিন বন্ধু রিয়াদ, রাজু ও ইয়াসিনকে নিয়ে আকাশের বাড়িতে যায়। সেখানে সিয়াম মেয়েটিকে জোড়পূর্বা ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় সিয়াম ও তার বন্ধুরা। পরে বাড়িতে ফিরে মেয়েটি তার মাকে জানালে ঘটনাটি ফাঁস হয়। পুলিশ জানায়,আসামীদের ধরার জোর চেষ্টা চলছে।