মানিকগঞ্জে স্কুল ঘরে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওরে এবার স্কুল ঘরে আগুন দিলো দুর্বৃত্তরা। এতে বেশ কিছু মালামাল ক্ষতি সাধিত হয়েছে।

জানা গেছে,বৃহস্পতিবার(১৬ নভেম্বর) ভোর রাতে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ১৫নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ফজরের নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা ঐ বিদ্যালয়ে আগুন দেয়।লোকজন টের পেয়ে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবগত করেছেন।উপজেলা শিক্ষা অফিসার হাসিনা আক্তার পারভীন বলেন,কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শিরোনাম