মানিকগঞ্জে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় পুলিশ সুপারের গাছ রোপন
মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আগস্ট মাস স্মরণে জেলা পুলিশ এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। এ সময় পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্সে বিভিন্ন প্রকারের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুনাকের সদস্যরা জেলার প্রতিটি থানা চত্বর, বাসভবন ও দর্শনীয় স্থান গুলোতে মাসব্যাপী এই সামাজিক বনায়ন কর্মসূচি পালন করবে।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুনাকের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।