মানিকগঞ্জে সাজাপ্রাপ্ত ৫ আসামী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ থানা-পুলিশ ৫ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

জানা গেছে, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধায়নে মানিকগঞ্জ থানার অফিসার ও ফোর্স থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। সৈয়দ রিপন চৌধুরী, পিতা-মৃত শামসুল আলম চৌধুরী , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বাড়াই ভিকরা, ২। সৈয়দ বিপ্লব চৌধুরী, পিতা-মৃত শামসুর আলম চৌধুরী , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বাড়াই ভিকরা, জিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ৩। শুকুর আলী (৩৭), পিতা-ফিকির আলী , মাতা-আসিয়া বেগম , ঠিকানা: স্থায়ী : গ্রাম- পশ্চিম দাশড়া , জিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ৪। মোঃ শাহজাহান@শুকুর (৩২), পিতা-মোঃ আলাউদ্দিন , ঠিকানা: স্থায়ী : গ্রাম- বেংরুই, মোবাইল কোর্ট এর মাধ্যমে গ্রেফতারকৃত সিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ৫। এনামুর রহমান চৌধুরী (বকসী), পিতা-মোহাম্মদ আলী চৌধুরী , ঠিকানা: স্থায়ী: গ্রাম- পূর্ব দাশড়া (সিদ্দিক নগর) , সর্ব থানা ও জেলা-মানিকগঞ্জদের গ্রেফতার পূর্বক ২ নভেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শিরোনাম