মানিকগঞ্জে সাংবাদিক বিএম খোরশেদ মোটর সাইকেল দুর্ঘটনায় আহত

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিক বিএম খোরশেদ মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন।

বুধবার (২৬ অক্টোবর) রাত ১০ টার দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি পাটুরিয়া ফেরি ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে আড়পাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা আহত হন তিনি। তার কপালে দুটি সেলায় পড়েছে। হাত ও পা সহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এদিকে হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেছেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি ভাল আছেন বলে জানিয়েছেন।

শিরোনাম