নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ২ প্রতারক পাকড়াও করেছে র্যাব-৪।এরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল।বিশেষ করে সিংগাইরে তাদের পদচারণা ছিল সবচেয়ে বেশি।তাদের গ্রেফতারের খবরে জনমনে স্বস্তি নেমে আসে।
জানা গেছে,সিংগাইর উপজেলার পৌর এলাকার বিনোদপুর মহল্লার মৃত কাশেম বিশ্বাসের ছেলে হারুন অর রশিদ,মানিকগঞ্জ সদর উপজেলার কাচারাকান্দি গ্রামের মৃত হোসেন আলীর পুত্র বজলুর রহমানসহ আরো ৩ জন সম্প্রতি জেলা সদর উপজেলার জয়রা কষাই পট্রিতে কষাই আবুল কাশেমের নিকট অসুস্থ্য গরুর মাংস বিক্রির অভিযোগে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে।এ সময় জনতা উত্তেজিত হয়ে প্রতারক হারুন অর রশিদ ও বজলুর রহমানকে আটক করে তাদের একটি দোকানে বেঁধে রাখা হয়।অন্য ৩ প্রতারক পালিয়ে যায়।এরপর খবর দেয়া হয় র্যাব-৪ এর সিপিসি-৩ কার্যালয়ে।
পরে র্যাব সদস্যরা তাদের আটক করে নিয়ে যায় তাদের দপ্তরে। এ সময় তাদের কাছ থেকে দৈনিক ক্রাইম তালাশ, দৈনিক গণমুক্তি,খবরের আলোর পরিচয়পত্র,স্টিকার ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তর করে র্যাব। এ ব্যাপারে মামলা হয়েছে।