মানিকগঞ্জে শ্রমিকের বাড়িতে অগ্নিকান্ড,ব্যাপক ক্ষতি

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সদর উপজেরায় এক শ্রমিকের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

জানা গেছে,শুক্রবার রাত ২ টার দিকে উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া-ধল্লা গ্রামের ইটভাটার শ্রমিক হযরত আলীর বাড়ির গোয়াল ঘরে হঠাৎ আগুন লাগে।আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। রাত আড়াইটার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হয়।এতে ঐ পরিবারের ৫টি গবাদি পশু,দুটি ঘর,নগদ টাকাসহ বিভিন্ন মারামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান,বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পুটাইল ইউনিয়নের চেয়ারম্যান মহিদূর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করা হবে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করা হবে এই মর্মে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিরোনাম