মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে ৬ বছরের শিশু সিনহাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এমন তথ্যই মিলেছে গ্রেফতারকৃত কিশোর সিফাত হোসেন শাকিল (১৫) এর কাছ থেকে। হত্যার পর শিশুটির গলার হার ও কানের দুলও পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর উপজেলার শানবান্দা গ্রামের শিশু সিনহা গত শুক্রবার (২১ মে) দুপুরের পর বাড়ি থেকে খেলাধূলা করতে বাড়ির বাইরে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। পরের দিন শনিবার দুপুরে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি কাঠবাগানের ভেতর গলায় গামছা পেঁচানো সিনহার লাশ উদ্ধার করে পুলিশ।
এর পর লাশের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়না তদন্তে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় এমন আলামত পায় পুলিশ। এ ঘটনায় শিশুটির নানা আবদুল বারেক বাদি হয়ে অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামিকে করে সদর থানায় হত্যা মামলা করলে পুলিশ শাকিলকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর শাকিল পুলিশ ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শাকিল পুলিশ ও আদালতকে জানায়, ফুঁসলিয়ে কাঠ বাগনে নিয়ে শিশুটিকে আমি ধর্ষণ করি। ধর্ষণের ঘটনা বলে দেয়ার আশংকায় আমি ওকে হত্যা করি। হত্যার পর গলার হার ও কানের দুল নিয়ে বাড়ির আলমারিতে রেখে দেই।