মানিকগঞ্জ প্রতিনিধিঃ
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ায় উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ আনন্দ মিছিল করেছে মানিকগঞ্জ জেলা শহরে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে ছাত্র-জনতার বাঁধভাঙা জোয়ার জেলা শহরে এই প্রথম।
মঙ্গলবার সকালে মানিকগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনসহ ছাত্র-জনতার হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিজয়মেলা মাঠে জড়ো হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিজয়মেলা মাঠ জনসমুদ্রে পরিণত হয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের গান আরও প্রাণবন্ত করে তোলে আনন্দ মিছিলটিকে। বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে হাজার হাজার ছাত্র- জনতার আনন্দ মিছিল বের হয়। মিছিলের নেতৃত্বদানকারী বিএনপি নেত্রীর হাতে ছিল জাতীয় পতাকা। প্রায় এক কিলোমিটার পথ পেরিয়ে মিছিলটি নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। সমাবেশের জন্য আগেই প্রস্তুত রাখা হয় ট্রাক। আফরোজা খান রিতাসহ দলের সিনিয়র নেতাকর্মীরা ট্রাকে উঠেন।