মানিকগঞ্জে রিতার গাড়িবহরে হামলা, সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে প্রধান আসামী করে মামলা
নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জে রিতার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরের হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার সাটুরিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান মামলাটি করেন।
মামলার এজাহারে প্রকাশ, ২০১৮ সালের ১১ই ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি’র দলীয় প্রার্থী আফরোজা খান রিতা তার রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে নিয়ে সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় কালুশাহর মাজার জিয়ারত করতে গেলে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ইন্ধনে হামলাকারীরা বিএনপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করেন। এ ছাড়া তার বহরে থাকা ৬টি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। এ হামলায় প্রার্থীর সঙ্গে বহরে যাওয়া অন্তত ১০ জন গুরুতর আহত হন। আর এ মর্মান্তিক ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হলো।