মানিকগঞ্জে রিতাকে আহ্বায়ক করে বিএনপি’র ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র সদ্য সাবেক সভাপতি আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা বিএনপি’র ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এদিকে আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে এ কমিটি ঘোষণা করায় রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জেলা বিএনপি’র সদ্য সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাবেক সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন খান, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার, সাবেক যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার।
উল্লেখ্য, এর পূর্বে রিতা ২০১৩ ও ২০২১ সালে বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।