মানিকগঞ্জে মাদক সম্রাট বিহারী সোহেল গ্রেফতার

মানকিগঞ্জ প্রতিনিধিঃ
ডিবি মানিকগঞ্জ কর্তৃক একলক্ষ টাকা বাজারমূল্যের ১০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের নগদ=২,০০০/- টাকা উদ্ধারসহ আটক ০১ জনকে আটক করা হয়েছে।

জানা গেছে,২৪ মার্চ (শুক্রবার) রাত সাড়ে এগার ঘটিকায় মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটিয়া সুইচ গেইট এলাকা হতে মোঃ সোহেল রানা ওরফে বিহারী সোহেল নামের একজনকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। এসময় তার সাথে থাকা ১০(দশ) গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের নগদ ২,০০০/- টাকা উদ্ধার করা হয়। আটককৃত মোঃ সোহেল রানা ওরফে বিহারী সোহেল ওই উপজেলার বান্দুটিয়া গ্রামের বাবুল ওরফে হেরোইন বাবুলের ছেলে।

শিরোনাম