মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ থানা কর্তৃক ৫.০৫ গ্রাম হেরোইন এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ আসামী গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহনী।
জানা গেছে,মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধায়নে মানিকগঞ্জ থানার অফিসার ও ফোর্স থানা এলাকার অভিযান পরিচালনা করিয়া ৫.০৫ গ্রাম হেরোইন উদ্ধার সহ মাদক মামলার আসামী ১। মোঃ রাব্বি (২৮), পিতা- মোঃ তারা মিয়া, মাতা: ফিরোজা বেগম, গ্রাম- পশ্চিম সেওতা, থানা ও জেলা-মানিকগঞ্জ, ২০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ মাদক মামলার আসামী ২। মোঃ সজিব (২৫), পিতা-মোঃ ইমদাদুল হক ওরফে ইয়াসিন ওরফে জামাই, স্থায়ী: গ্রাম- চর বেউথা, ডাকঘর-মানিকগঞ্জ, মানিকগঞ্জ পৌরসভা, থানা ও জেলা-মানিকগঞ্জ, মাদক মামলার আসামী ৩। উজ্জ্বল সরকার (৩৫), পিতা- মৃতঃ বৈদ্যনাথ সরকার, গ্রাম- কৈতরা, থানা ও জেলা-মানিকগঞ্জদেরকে গ্রেফতার পূর্বক ইং ০৫/০৩/২০২৩ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।