মানিকগঞ্জ প্রতিনিধিঃ
ডিবি মানিকগঞ্জ কর্তৃক ৫ লক্ষ ১০ হাজার টাকা বাজারমূল্যের ৫০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ মাদক কারবারিকে পাকড়াও করেছে।
জানা গেছে,২২ জুন (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৬ ঘটিকায় ডিবি মানিকগঞ্জের একটি অভিযানিক দল মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার জনৈক আঃ মালেক এর ফার্নিচারের দোকানের সামনে হতে হাসান আলী (৩০) ও বিপুল চক্রবর্তী (৩৯)দ্বয়কে মাদকসহ গ্রেফতার করে। এসময় তাদের সাথে থাকা ৩০ গ্রাম হেরোইন উদ্ধার কর হয়।
একই তারিখ রাত ১১ টায় পৃথক আরেকটি অভিযানে ঘিওর উপজেলার মাইলাগী গ্রামের কুটুমবাড়ী রেস্টুরেন্ট এর সামনে হতে মোঃ ফিরোজ মিয়া নামের এক যুবককে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। এসময় তার সাথে থাকা ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানা ও ঘিওর থানায় পৃথক ০২টি মামলা রুজু হয়েছে।