মানকিগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে মাদকসসহ ১০ জন ওয়ারেন্টের আসামী গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে,মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধায়নে মানিকগঞ্জ থানার অফিসার ও ফোর্স থানা এলাকার অভিযান পরিচালনা করিয়া ০৫ গ্রাম হেরোইন, ৭০০ গ্রাম গাঁজা, ০৭ টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার সহ মাদক মামলার ১০ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো,১। মোঃ জিন্নত আলী জিন্নাহ (৫৩), পিতা-মৃত কিয়ামুদ্দিন কিয়াজ উদ্দিন, গ্রাম- দেড়গ্রাম, ইউনিয়ন-জাগীর, থানা ও জেলা-মানিকগঞ্জ, ২। মোঃ রুবেল (৪০), পিতা-মৃত তমছের, মাতা-নবীয়া খাতুন, গ্রাম- সেওতা, থানা ও জেলা-মানিকগঞ্জ, ৩। মোঃ নাজিম আহম্মেদ দীপ্ত (২৭), পিতা-মৃত আসমান আলী, সাং-কুড়ি কাহনিয়া ঘিওর, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ, বর্তমান সাং-পশ্চিম দাশড়া, রমজান আলী রোড, দুধ বাজার, থানা ও জেলা-মানিকগঞ্জ, ৪। ছানোয়ার হোসেন (৩৪), পিতা-আঃ হামিদ, গ্রাম- পূর্ব আটিগ্রাম, থানা ও জেলা-মানিকগঞ্জ, ৫। মোঃ রহমত মোল্লা ওরফে মনির (৪৩), পিতা-মৃত আঃ খালেক, গ্রাম- পশ্চিম বান্দুটিয়া, থানা ও জেলা-মানিকগঞ্জ, ওয়ারেন্টের আসামি, ৬। মোঃ জামাল বেপারী, পিতা-মৃত ভূলী বেগম, সাং-পশ্চিম রাথুরা, থানা ও জেলা-মানিকগঞ্জ, ৭। মির্জা জানে আলম, পিতা-মৃত একে এম শাহজাহান, সাং-মূলজান, থানা ও জেলা-মানিকগঞ্জ, ৮। পাঁচটি ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ সম্রাট দেওয়ান, পিতা-সোরহাব দেওয়ান, সাং-রাজনগর, থানা ও জেলা-মানিকগঞ্জ, ৯। নূর ইসলাম, পিতা-আনছার আলী, সাং-পশ্চিম বান্দুটিয়া, থানা ও জেলা-মানিকগঞ্জ, ১০। মোঃ লিটন, পিতা-মোঃ জহুর আলী, সাং-গোলড়া চরখন্ড, থানা ও জেলা-মানিকগঞ্জদেরকে গ্রেফতার পূর্বক ইং ০৬/০৪/২০২৩ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।