মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে র্যাবের হাতে ৩ মাদক ব্যবসায়ী পাকড়াও হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়।
জানা গেছে,বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত রাতে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর উপজেলার পূর্ব দাশড়া গ্রামে অভিযান চালিয়ে সাইফুলের স্ত্রী আসমা(২৮), মানিকগঞ্জ পোরড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মাসুদূর রহমান ও ভোলার লালমোহন উপজেলার মৃত রউফ মিয়ার ছেলে ফজলুর রহমান। এরা দীর্ঘ দিন ধরে অবাধে মাদক বিক্রি করে আসছিল। শুক্রবার(৮ এপ্রিল) দুপুরে সংবাদ মাধ্যমকে এ ঘটনা নিশ্চিত করেন র্যাব কর্তপক্ষ। এ ব্যাপারে মামলা হয়েছে।