মানিকগঞ্জে ভগ্নিপতিকে জবাই করে হত্যা করলো শ্যালক

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জে ভগ্নিপতি রুবেল মিয়াকে জবাই করে হত্যা করেছে শ্যালক সোহেল নুরুন নবী (২৬) । এ ঘটনায় শ্যালককে আটক করা হয়েছে।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জের ইটনার তারাশ্বর এলাকার রেনু মিয়ার ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন। এছাড়া আটককৃত সোহেল নুরুন নবী নেত্রকোনার কেন্দুয়ার রাজনগর এলাকার মৃত আলতু মিয়ার ছেলে।

জানা যায়, নিহত রুবেল মিয়া সদর উপজেলা কৈতরা মামুন হ্যাচারিতে শ্রমিকের কাজ করতেন এবং হ্যাচারিতেই থাকতেন। গত ১৬ই সেপ্টেম্বর ওই হ্যাচারিতে ভগ্নিপতির কাছে বেড়াতে আসে ম্যালক সোহেল নুরুন নবী। গত শুক্রবার রাতের আঁধারে হ্যাচারি থেকে রুবেলকে ইট চুরি করে বিক্রি করতে দেখেন শ্যালক। এ সময় ভাগ্নিপতিকে চুরি করতে বাধা ও নিষেধ করেন।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্যালক তার বোন জামাইকে প্রথমে কুপিয়ে জখম ও পরে তাকে জবাই করে হত্যা করে। পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে। ইতিমধ্যে শ্যালক সোহেলকে গ্রেফতার করা হয়েছে।

শিরোনাম