মানিকগঞ্জে বিকাশ প্রতারণার ফাঁদে নারী এসআই,গ্রেফতার-৪

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে এবার বিকাশ প্রতারক চক্রের প্রতারণার শিকার হয়েছেন মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত এক নারী উপ-পরিদর্শক (এসআই)। ওই নারী পুলিশের দায়ের করা মামলার সূত্র ধরে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল তথ্যপ্রযুক্তির সহায়তায় মাগুরার শ্রীপুর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট এলাকার মো. রাজু মোল্লা (৪১), একই এলাকার মফিজুর রহমান (৪০), তিতাস মিয়া (২৩) এবং একই উপজেলার বাড়ইপাড়া এলাকার খালিদ হাসান ওরফে মিঠু (৪০)।

শিরোনাম