সিংগাইরে বিএনপি ও যুবদলের ২ নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। জেলা বিএনপি’র দাবি,ঢাকার মহাসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য মূলত দলীয় কর্মী গ্রেপ্তার ও বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিংগাইর উপজেলা বিএনপি’র সভাপতি আবিদুর রহমান খান রোমান জানান, জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে পুরো মানিকগঞ্জ জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তালিবপুর বাজার থেকে ডিবি পুলিশ তাদের আটক করেছে। এ ব্যাপারে মানিকগঞ্জ ডিবিপুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

শিরোনাম