মানিকগঞ্জে বিএনপি’র মানববন্ধনে মানুষের ঢল

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ দিবস উপলক্ষে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বিএনপি’র নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে মানুষের ঢল নামে।

জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর আলম বাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল বাতেন মিয়া, যুগ্ম সম্পাদক সত্যেন কান্তি পণ্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরশাউল ইসলাম জ্যাকিসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা জানান, ভোট চোরেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে না পাঠিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। দেশনেত্রীর কিছু হয়ে গেলে এর দায়ভার আওয়ামী লীগ সরকারকে নিতে হবে। জেলা বিএনপি’র কাণ্ডারি আফরোজা খানের নেতৃত্বে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শিরোনাম