সংবাদ জমিন, অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে দা দিয়ে কুপিয়ে জখম করেছে তারই বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদ (১৯)। হামলাকারীর পিতা স্থানীয় খাবাশপুর কলেজের পিয়ন শহিদুল্লাহর সামনে এ ঘটনাটি ঘটে। প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোববার বেলা পৌনে ১২টার দিকে বালিরটেক বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হামলার শিকার প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, বছর দুই আগে হামলাকারী রাজু আহমেদকে উচ্ছৃঙ্খল আচরণ, মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে রাজু তার ওপর মারমুখী আচরণ শুরু করে। স্কুল থেকে বহিষ্কার করার জের ধরে তার উপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। পুলিশ জানায়,অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেব।