মানিকগঞ্জে বনভোজনের বাস পুড়ে ছাই

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জে শিক্ষা সফরের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় বাসটি পুড়ে গেলেও ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী অল্পের জন্য রক্ষা পেয়েছেন। মানিকগঞ্জ পৌর সুপার মার্কেটের সামনে আজ সোমবার সকাল সাড়ে ৭টার ঘটনাটি ঘটেছে। বাসে আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শরীফুল ইসলাম। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মানিকগঞ্জ সরকারি মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা সফরে কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পৌর সুপার মার্কেটের সামনে বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ও শিক্ষক উঠেন। বাসের চালক বাসটি স্টার্ট দেয়ার সঙ্গে সঙ্গে বাসের পেছনের অংশে আগুন দেখতে পান।

পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে বাসটি পুরে ছাই হয়ে যায়। তবে কোন ছাত্র আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের লোকজন জানায়,আগুনের সঠিক সূত্রপাত জানা যায়নি।

শিরোনাম