মানিকগঞ্জে বটির উপর পড়ে প্রাণ গেল শিশুর

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের হরিরামপুরে মায়ের তরকারি কাটার সময় বটির উপর পড়ে প্রাণ গেল শিশু সন্তানের। এতে ঐ পরিবারে মাতম চলছে অবিরাম।

খোঁজ নিয়ে জানা গেছে, মানিকগঞ্জের হরিরামপুরে তরকারি কাটার ধারালো বটির উপড়ে পড়ে আট মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৪জানুয়ারি ) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার গালা ইউনিয়নের কৌড়ি গ্রামের মো. আবির হোসেন টিপুর মেয়ে শিশু সিনথিয়া ইসলাম (সিনহা) মায়ের তরকারি কাটার সময় বটির উপর পড়ে আহত হয়।

পরে আহত শিশু সিনহাকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিতে থাকলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

শিরোনাম