মানিকগঞ্জে প্রাত:ভ্রমণে গিয়ে প্রাণ গেলো সাংবাদিকের শ্বাশুড়ীর

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে প্রাত:ভ্রমণে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের শ্বাশুড়ীর। আর ফিরে আসবে না। আর তকে রাস্তায় প্রাত:ভ্রমণে যেতে হবে না। ঘাতক বাস তার প্রাণ কেড়ে নিয়েছে।

ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কের কিলিং মেশিন এখন সেলফি পরিবহন ! এ পরিবহন বার বার প্রাণ কেড়ে নিচ্ছে যাত্রীসাধারণ কিংবা পথচারীর প্রাণ। বেপরোয়া গতির সেলফি পরিবহন প্রাণঘাতী হয়ে উঠলেও এ পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে না।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) মৃত সিদ্দিক মিয়ার স্ত্রী রোকেয়া (৫৭) সকাল সাড়ে ৬ টার দিকে রাস্তায় হাঁটতে বের হন। এ সময় মানিকগঞ্জের মুশুরী নামক এলাকায় সেলফি পরিবহন (ঢাকা মেট্রো ব-১৩১৭৬১) পিছন দিক থেকে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই ঐ বৃদ্ধা প্রাণ হারায়। বৃদ্ধা রোকেয়া মানিকগঞ্জের যুগান্তরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক লাভলুর স্বাশুড়ী।

পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে

শিরোনাম