সংবাদ জমিন ডেস্কঃ
মানিকগঞ্জের প্রাইভেট হাসপাতালের তিন তলা থেকে লিফট ছিড়ে নিচে পরে যাওয়ায় রুগিসহ আহত হয়েছেন ৭ জন। এদের মধ্যে ৩দিন আগের (সিজারিয়ান) অপারেশন হওয়া কাকলি আক্তার (২৫) নামের রুগীর অবস্থা গুরুতর।শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পৌর সুপার মার্কেটে অবস্থিত সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের তিন তলা থেকে লিফট ছিড়ে এই আহতের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বেতিলা গ্রামের জহিরুল ইসলাম (২৪), পালুরা গ্রামের মনির হোসেন, মনোয়ারা বেগম (৩২), জেলার সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের জেরিন আক্তার (২০), আয়শা আক্তার (২১) ও কাকলি আক্তার এরা সকলে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আরও দুই জনকে প্রাথমিক চিকিৎসাদিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।