মানিকগঞ্জে পেটে করে ইয়াবা আনার সময় দু’মাদক সম্রাট আটক


 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ

মানিকগঞ্জে র‌্যাব-৪ গোপন সংবাদের ভিত্তিতে পেটে করে ইয়াবা নিয়ে আসা দু’মাদক সম্রাটকে আটক করেছে । পুলিশ জানায়,মঙ্গলবার(৩০ মার্চ) সকালে জেলার দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নাটোয়াবাড়ি এলাকার আবির (২৩) এবং ইয়াবার চালনের মালিক আরিফুল ইসলাম (৩০) টেকনাফ থেকে পেটে ভরে মোটা অংকের ইয়াবার চালান নিয়ে আসছিল।

র‌্যাব খবর পেয়ে ধামরাই এর নান্দেশ্বরী এলাকা থেকে তাদেরকে আটক করে। এ সময় র‌্যাব আবির এর পেট থেকে ১৪ শত ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।ছবি–সংগৃহীত


শিরোনাম