মানিকগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, পাকড়াও-৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
৩ দিন ব্যাপী অবরোধের অংশ হিসেবে অবরোধ পালনকালে মানিকগঞ্জে পুলিশের সাথে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ৫ নেতা-কর্মীকে আটক করেছে।

জানা গেছে,সোমবার(৩১ অক্টোবর) কেন্দ্রী কর্মসূচীর অংশ হিসেবে অবরোধ পালন কালে বিএনপি মিছিল বের করে।মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।আতংক ছড়িয়ে পড়ে পুরো বাসস্ট্যান্ড এলাকা।আটককৃতরা হলো,মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট আজাদ হোসেন খান,মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু,পৌর বিএনপির নেতা আরিফ হোসেনসহ ৫ জন।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম