মানিকগঞ্জ প্রতিনিধিঃ
পুলিশের গুলিতে বৈষম্যবিরোধী আন্দোলনকারী যুবক রফিকুল ইসলাম চঞ্চল (২৪) মারা গেছেন। আন্দোলনকারীরা সোমবার দুপুরে পাটুরিয়া নৌফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় আন্দোলনকারীদের প্রতিহত করতে পুলিশ প্রথমে টিয়ারশেল, রাবার বুলেট ও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আন্দোলনকারীদের দমাতে গুলিবর্ষণ করলে তিনজন গুলিবিদ্ধ হন। আহতের মধ্যে কলেজছাত্র রফিকুল ইসলাম চঞ্চল (২৪) নিহত হন।
নিহত চঞ্চল শিবালয় উপজেলার রূপসা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ সাকিব হোসেনের অবস্থা সংকটাপন্ন হলে তাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালের টিএইচএফপিও ফজলে বারি এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ক্ষুব্ধ কয়েক হাজার আন্দোলনকারী উথলী হাসপাতাল থেকে নিহতের লাশ নিয়ে শিবালয় থানা ঘেরাও করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা শিবালয় থানায় হামলা করে আগুন ধরিয়ে দেয়। এসময় একটি গাড়ি ভস্মীভূত হয়।