মানিকগঞ্জে পুলিশের “এলার্ম প্যারেড” মহড়া

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
হঠাৎ আক্রমণ হতে নিজ স্থাপনা ও জান-মাল রক্ষায় স্বল্পতম সময়ে পুলিশ সদস্যদের কৌশলগত অবস্থান গ্রহণ ও আক্রমন প্রতিহত করার মহড়াই এলার্ম প্যারেড।

সর্বদা সচেতন থেকে ঠিক এভাবেই আছে মানিকগঞ্জ পুলিশ প্রশাসন। এতে স্বস্তির নিশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। যে কোন দুর্বৃত্ত হামলা নিয়ে তাদের আর থাকতে হবে না ভয়ে, আতংকে।

শিরোনাম